Photoroom app ব্যবহার করার নিয়ম

ফটোরুম এমন একটা এপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। মাত্র এক ক্লিকের মাধ্যমে এই এপ্লিকেশনটা install করে যেকোনো ছবি সিলেক্ট করে দিলেই অটোমেটিকলি সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে এরপরে আপনি ওই ছবিটা এইচডি কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন এবং এই ছবির ভিতরে কোন ওয়াটারমার্ক থাকবে না আপনি চাইলে ছবিটা যে কোন জায়গায় ব্যবহার করে আপনার কাংখিত কাজটা আপনি সম্পন্ন করতে পারবেন। ফটোরুম এপ্লিকেশনটা install করতে নিচের install এ ক্লিক করে এপ্লিকেশনটা install করে ফেলুন। 

যারা install করতে পারেন না তারা নিচের স্ক্রীনশট গুলো ধারাবাহিকভাবে দেখুন। 








 
আশা করতেছি অ্যাপ্লিকেশন টা আপনারা ইন্সটল করতে পেরেছেন এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। তো আপ্লিকেশন দিয়ে ফ্রিতে আপনাদের যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলুন আর আপনার কাঙ্খিত কাজটা করে ফেলুন ধন্যবাদ।

6 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment